Highlights

এসডিএস এর বাস্তবায়নে এবং হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর অর্থায়নে জিংক ধানের ভ্যালুচেইন এক্টরদের নিয়ে এসডিএস প্রধান কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উদ্বোধনী ও সমাপনী বক্তব্য প্রদান করেন এসডিএস এর নির্বাহী পরিচালক জনাব রাবেয়া বেগম। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ জনাব আমির হামজা (উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, শরীয়তপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইউছুফ হোসেন (জেলা মার্কেটিং অফিসার, শরীয়তপুর), জনাব জাকিয়া বেগম লিজা (সিনিয়র সহকারী পরিচালক, বিএডিসি, শরীয়তপুর), জনাব ইকবাল মাহমুদ (জেলা খাদ্য পরিদর্শক, শরীয়তপুর)। এছাড়া হার্ভেস্ট প্লাস বাংলাদেশ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী জনাব আবু হানিফা ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এবং সংস্থার পক্ষথেকে উপস্থিত ছিলেন জনাব মজিবুর রহমান (প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা, এসডিএস), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক, এমএফ, এসডিএস) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় শরীয়তপুর ও মাদারীপুর জেলার ২০ জন ধান ব্যবসায়ী, ১৩ জন লীড ফার্মার, ০৩ জন রাইছমিল মালিক, ০৩ জন চাল ব্যবসায়ী, ০৫ জন সীড ডিলার, ০২ জন বীজ কোম্পানীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Recent Activities Image Gallery-1

Recent Activities Image Gallery-2