এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন


এসডিএস এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন জনাব একিউএম গোলাম মাওলা (উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ), জনাব মোঃ মেছবাহুর রহমান (উপ-মহাব্যবস্থাপক, কার্যক্রম, পিকেএসএফ) ও জনাব আবুল কালাম আজাদ (সহকারী মহাব্যবস্থাপক, পিকেএসএফ)। উক্ত পরিদর্শনকালে সার্বক্ষনিকভাবে তাদের পাশে থেকে পরিদর্শন কাজে সহযোগিতা করেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরিদর্শন শেষে তিনি এসডিএস এর প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় অংশগ্রহন করেন।

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ

কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ

এডুকো বাংলাদেশ এর অর্থায়নে এবং এসডিএস-এর বাস্তবায়নে Social Transformation Through Adolescent And Youth Development (STAY) And Strengthening Community Resilience To Disaster Through School Safety Initiatives আওতায়, আংগারিয়া উচ্চ বিদ্যালয় ও বেড়াচিকন্দি উচ্চ বিদ্যালয়ের কিশোরীদের মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ ফসিউল্লাহ মহোদয় উক্ত খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলার ইউএনও জনাব জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান


এসডিএস এর নিজস্ব তহবিল থেকে ০৬ (ছয়) জন শিক্ষার্থীর সকলকে ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) করে মোট ২,১৬,০০০ (দুই লক্ষ ষোল হাজার) টাকা “বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি“ প্রদান করা হয়। পাশাপাশি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং এসডিএস এর বাস্তবায়নে ”কর্মসূচী – সহায়ক তহবিল” এর আওতায় শিক্ষাবৃত্তি প্রদান – ২০২২ অনুষ্ঠিত হয়। বৃত্তি প্রাপ্ত সকল (চৌত্রিশ জন) শিক্ষার্থীরা একাদশ এবং দ্বাদশ শ্রেনীতে অধ্যায়নরত, তারা প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষে ১২০০০/- (বারো হাজার) টাকা করে মোট ২৪০০০/- (চব্বিশ হাজার) টাকা বৃত্তি পাবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফসিউল্লাহ (এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ পারভেজ হাসান (জেলা প্রশাসক, শরীয়তপুর)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মোঃ সিরাজুল হক (সভাপতি, নির্বাহী পরিষদ, এসডিএস)। এছাড়া সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব মজিবুর রহমান, জনাব রাবেয়া বেগম (নির্বাহী পরিচালক), জনাব বিএম কামরুল হাসান (পরিচালক এমএফ) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সমর্থনে ঢাকায় মানব বন্ধন

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সমর্থনে ঢাকায় মানব বন্ধন

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য আন্দোলনরত ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শনিবার মানব বন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদশের নাগরিক সমাজ। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের বিশেষ জলবায়ু বিষয়ক অধিবেশনকে সামনে রেখে ২০-২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘট পালনের ডাক দেয় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’।

কর্মসূচিতে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরির্বতনের জন্য প্রধানত দায়ী ধনী দেশগুলোর সংকীর্ণ স্বার্থ চিন্তা। দায়ী তাদের ভোগবাদী জীবনযাপন পদ্ধতি । কিন্তু জলবায়ু পরির্বতনের ঝুঁকি হ্রাস করতে এসব দেশের অবস্থান সংকীর্ণ। প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় চার বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখার জন্য অপরাজনীতি করছে উন্নত দেশগুলো। তাদের এই অপরাজনীতির নিন্দা জানিয়ে দ্রুত প্যাারিস চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২০ আগষ্ট সুইডিশ পার্লামেন্টের সামনে সুইডেনের স্কুলপড়ুয়া ছাত্রী (১৬ বছরের গ্রেটা থানবার্গ) একটি প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন। সেখানে লেখা ছিল,‘স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট’। তার এই উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্বর নানা প্রান্তের স্কুল পড়ুয়ারা ধর্মঘট পালন করে। তারই ধারাবাহিকতায় জাতিসংঘের বিশেষ জলবায়ু বিষয়ক অধিবেশনকে সামনে রেখে বিশ্বব্যাপী জলবায়ু ধর্মঘট পালনের ডাক দেয় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’-এর ব্যানারে সুইডেনের ছাত্রী গ্রেটা ও বিশ্বের তরুণ সমাজ।

ঐ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য বাংলাদেশের এই মানব বন্ধনে অংশ নেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এ্যান্ড ডেভলাপমেন্ট (সিপিআরডি), কোস্ট ট্রাস্ট, কোস্টাল ডেভেলাপমেন্ট পার্টনারশিপ (সি. ডি. পি.), নেটওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ বাংলাদেশ (এন. সি. সি. বি) এবং শরীয়তপুর ডেভেলাপমেন্ট সোসাইটি (এস. ডি. এস)-এর প্রতিনিধিরা।

বক্তব্য রাখেন সিপিআরডি’র মোঃ শামছুদ্দোহা, স্থায়িত্বশীল গ্রামীণ উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল’র) প্রদীপ কুমার রায়, বাংলাদেশ কৃষক ফেডারেশনের বদরুল আলম এবং সিপিডি’র মোঃ আতিকুর রহমান টিপু প্রমুখ।

News Link: bd-pratidin.com

Pin It on Pinterest